গল্পগুচ্ছ
রবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলী কাব্যগ্রন্থ এর জন্যে।তাকে মনে হয় আরেকবার নোবেল দেয়া দরকার ছিল তার ছোট গল্পের জন্য।তাকে বাংলার সার্থক ছোট গল্পের জনক বলা হয় কেন? সেই উত্তর পাবেন তারই ছোট গল্পের সমাহার "গল্পগুচ্ছ" এ।
গল্পগুচ্ছে মোট ৯১ টি ছোট গল্প আছে। এই ৯১ টা গল্প যেন বাংলা সাহিত্যের সৌন্দর্য। এই গল্পগুলিতে আছে হাসি-কান্না, সুখ- দুঃখ,আনন্দ -বেদনা,কষ্ট,মায়া,আবেগ বলতে গেলে জীবনের সকল উপকরণ। সমাজের ছবিও সুন্দরভাবে গল্পে ফুটিয়ে তুলেছে। পোস্টমাস্টার গল্পে রতন-পোস্টমাস্টার এর দূরে থেকেও আত্নীক বন্ধন,ব্যবধান গল্পে বনমালীর প্রতিক্ষা, হৈমন্তী গল্পের অবহেলিত হৈমন্তী,কাবুলিওয়ালা গল্পে আফগান ফল বিক্রেতার সাথে ছোট মেয়ে মিনির ভালবাসার সম্পর্ক, অতিথি গল্পে তারাপদের ফ্যান্টাসি, বলাই গল্পে বৃক্ষপ্রেমী বলাই সহ এই ৯১টা গল্পের সাথে জীবনের মিল হয়তো অর্থও খুজে পাওয়া যাবে।বাংলা সাহিত্যে আন্তন চেখভের মতো ছন্দময় এবং শেষ হয়েও হইল না শেষ এইভাবেই শেষ করেছেন। হয়তো বাকি কথা পাঠক এর জন্যে রাখা।